নিউজ ডেস্ক:
ক্রিকেটাররা তাদের জীবন সঙ্গী বেছে নিয়েছেন মন মত। বিভিন্ন সময় বিভিন্ন দেশে খেলতে গিয়েও প্রেমে পড়েছেন অনেকে।কেউ কেউ আবার সেলিব্রেটিদের বিয়ে করেছেন। আজ জানুন এমন ৫ জন ক্রিকেটারের কথা যারা বিয়ে করেছেন ভারতীয় কন্যাদের।
১। গ্লেন টার্নার এবং সুখবিন্দর কৌর বিয়ে করেন ১৯৭৩
২। শোয়েব মালিক এবং সানিয়া মির্জা বিয়ে করেন ২০১০ সালে
৩। মুরলীথরন এবং মাধিমালার বিয়ে করেন ২০০৫ সালে
৪। মহসীন খান এবং রীনা রয় বিয়ে করেন ১৯৮৩ সালে
৫। শন টেট এবং মাসুম বিয়ে করেন ২০১৪-তে