নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইলে একই পরিবারের পাঁচজনকে হত্যার দায়ে আসামি মাহফুজকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম হোসনে আরা আকতার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মাহফুজ আদালতে উপস্থিতি ছিল। মাহফুজ সম্পর্কে ওই পরিবারের ভাগনে।
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকার ভাড়াটিয়া শফিকুল ইসলামের ছোট ভাইয়ের স্ত্রী লামিয়ার সঙ্গে ভাগ্নে মাহফুজের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে মাহফুজকে জুতাপেটা করেন শফিকুল। ২০১৬ সালের ১৫ জানুয়ারি রাতে মাহফুজ গোপনে শফিকুলের বাবুরাইল এলাকার ভাড়া বাসায় ঢুকে খাটের নিচে লুকিয়ে থাকেন। গভীর রাতে তাসলিমার ভাই মোশারফ বাথরুমে যাওয়ার সময় মাহফুজকে দেখতে পেয়ে রেগে যান। এ সময় মাহফুজ ক্ষিপ্ত হয়ে শিল দিয়ে মোশারফকে হত্যা করেন। শব্দ শুনে তাসলিমা ঘুম থেকে উঠে এগিয়ে আসলে তাকেও মাহফুজ হত্যা করেন। তারপর তাসলিমার জা’ লামিয়া, মেয়ে সুমাইয়া ও ছেলে শান্তকে হত্যা করে মাহফুজ সকালে বাসা থেকে পালিয়ে যান। ১৬ জানুয়ারি আত্মীয়স্বজন বেড়াতে এসে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে তাদের লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ পাঁচজনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ১৭ জানুয়ারি শফিকুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা করেন।