নিউজ ডেস্ক:
রাজধানীর নয়া পল্টনে প্রকাশ্য দিবালোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রবিউল ইসলাম (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। সোমবার বিকালে পল্টন থানার কাছে পলওয়েল মার্কেটের বিপরীতে একটি গলিতে তাকে ক্ষত-বিক্ষত ও রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।
পল্টন থানার ওসি মাহমুদুল হক জানান, বিকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
তিনি বলেন, “তার মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে রক্ত ও জখম। তার পাশেই একটি হাতুড়ি পড়ে ছিল। এই হাতুড়ি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এই হাতুড়ি জব্দ করা হয়েছে। ”