বায়েজীদ গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের ফায়ার সার্ভিস এর সামনে সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৪। নিহতরা হলেন উপজেলার বরিশাল ইউনিয়নের সাবদিন গ্রামের মানিক চন্দ্র ওরফে ধলুর ছেলে দুই সন্তানের জনক অটোভ্যান চালক নিমাই (৩০) একই ইউনিয়নের বরিশাল গ্রামের নিখিলের ছেলে খোকন (১৮)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ১লা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল অনুমান ১০টার সময় বগুড়া-রংপুর মহাসড়কের কোমরপুর বাজার থেকে ছয়জন যাত্রী নিয়ে অটোভ্যান চালক নিমাই চন্দ্র পলাশবাড়ী দিকে রওনা হয়। এসময় বগুড়া-রংপুর মহাসড়কের ফায়ার সার্ভিসের সামনে পৌছিলে অটোভ্যানের এক্সেল ভেঙ্গে ভ্যান চালক সহ সকলেই রাস্তার মাঝখানে ছিটকে পরে। এসময় ঢাকাগামী একটি অজ্ঞাতনামা কাভার্টভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই অটোভ্যান চালক নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খোকন নামে অপর এক যাত্রী মারা যায়। আহতরা হলেন উপজেলার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মজিদ ও বরিশাল গ্রামের আলহাজ¦ আব্দুল লতিফ। অপর দুই জনের নাম ঠিকানা পাওয়া যায়নি