পলাশবাড়ীর বাহিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার্থী উপস্থিতি শূন্যের কোটায়

0
1

বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা)  :

গাইবান্ধার পলাশবাড়ীর বাহিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে ভূয়া শিক্ষার্থী দেখাইয়া কাগজে-কলমে পরিচালনা হয়ে আসছে বিদ্যালয়। সংশ্লিষ্ট বিভাগে সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের বাহিরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নামমাত্র শিক্ষার্থী। আরা কিছু ভূয়া শিক্ষার্থী দেখাইয়া কাগজে-কলমেই পরিচালনা হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে গত ০২/০৮/২০২৪ইং তারিখে বেলা ১.৩০ মিনিটে গিয়া জানা যায়, ওই বিদ্যালয়ে ৬৬ জন শিক্ষার্থী উপবৃত্তির আওতায় রয়েছে। তবে ওইদিন তৃতীয় শ্রেণীতে ১ জন, চতুর্থ শ্রেণীতে ২ এবং পঞ্চম শ্রেণীতে ৪ জন শিক্ষার্থী উপস্থিত পাওয়া যায়।
গত ০৬/০৯/২০২৪ইং তারিখে ১.১৫ মিনিটে বিদ্যালয়ে গিয়া তৃতীয় শ্রেণীতে ০ জন, চতুর্থ শ্রেণীতে ৩ জন এবং পঞ্চম শ্রেণীতে ৫ জন শিক্ষার্থী। ১০/০৯/২০২৪ইং তারিখে সকাল ১১টার সময় বিদ্যালয়ে গিয়া প্রথম শ্রেণীতে ৭ জন এবং দ্বিতীয় শ্রেণীতে ৬ জন শিক্ষার্থী এবং ২১/১০/২০২৪ইং তারিখে বেলা ১.৪০ মিনিটে গিয়া তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চশ শ্রেণীতে ৩ ক্লাস মিলে ২ জন শিক্ষার্থী উপস্থিত দেখা যায়। তবে কোন দিনই দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালামকে বিদ্যালয়ে পাওয়া যায়নি।
শিক্ষার্থী উপস্থিতির কম ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আজ যারা স্কুল এসেছে আগামী কাল তাদের মধ্যে কেউ কেউ আসবে না এবং আজ যারা স্কুলে উপস্থিত আছে তাদের মধ্য হইতে গতকাল কেউ কেউ স্কুলে আসেনি। সংশ্লিষ্ট সহকারি শিক্ষা অফিসার ফিরোজ কবিরকে বিষয়টি অবগত করালে তিনি জানান, আপনারা লেখেন আমরা ব্যবস্থা নেব। এলাকাবাসী সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।