রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

পলক ও সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের

জুলাই গণহত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আগামী ১৫ ডিসেম্বর ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ১৮ ডিসেম্বর সেফ হোমে (নিরাপদ আবাসন কেন্দ্র) নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারকের ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত চীফ প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।

আদালত থেকে বেরিয়ে বিএম সুলতান মাহমুদ জানান, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ১৫ ডিসেম্বর এবং জুনায়েদ আহমেদ পলককে ১৮ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

৪ ডিসেম্বর শিক্ষার্থী ইমাম হোসেন তাঈম হত্যার ঘটনায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। শেখ হাসিনার সরকার পতনের পর যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়, যাতে আবুল হাসান এজাহারভুক্ত আসামি হন। তাঈমকে গুলি করার পর থানায় নিয়ে তার মুখমণ্ডল বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক এই পুলিশ কর্মকর্তা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular