পর্তুগালে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশি নিহত, অাহত ৮ !

0
32

নিউজ ডেস্ক:

পর্তুগালের পর্যটন শহর অালগার্ভের ফারোতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আ‌তিকুর রহমান (২৬) না‌মে এক বাংলাদেশি তরু‌ণ নিহত হয়েছে। এ ঘটনায় আরও আট বাংলাদেশি অাহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। অাশঙ্কাজনক অবস্থায় মেডিক্যাল টিম এয়ার অ্যাম্বুলেন্সে করে অাতিকুর রহমানকে পর্তুগালের রাজধানী লিসবনের সান্তা মার্তা হাসপাতালে নিয়ে আসে। রাত ৯টার পর সান্তা মার্তা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আ‌তিকুর রহমানকে মৃত ঘোষণা করে।

আতিকুর রহমানের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপ‌জেলার শম‌শের নগরে। আহত বাকি আটজন বর্তমানে অালগার্ভের হাসপাতালে চিকিৎসাধীন।

পর্তুগালের বিভিন্ন ক‌মিউ‌নি‌টি নেতৃবৃন্দ বলেন, এ ঘটনায় পু‌রো বাংলাদেশি ক‌মিউ‌নি‌টি‌তে শোকের ছায়া নে‌মে এ‌সে‌ছে।