নিউজ ডেস্ক:
সংস্থাটির মতে, শারীরিক মেলামেশার সময় মাস্ক ব্যবহার ও চুম খাওয়া বন্ধ করতে হবে। যতটা সম্ভব দুই জনকে মুখোমুখি হওয়া পরিহার করতে হবে।
টিএইচটি লকডাউন শুরুর পর থেকেই স্বাস্থ্যবিধি সম্পর্কিত নির্দেশিকা প্রকাশ করেছে। গবেষণা অনুযায়ী, সামাজিক দূরত্বের কারণে দম্পতিদের মধ্যে শারীরিক সম্পর্কের হার অনেকাংশে কমছে। এমনকি করোনা আতঙ্কে জীবন সঙ্গীর কাছে আসাও কমিয়ে দিয়েছে অনেকে।
টিএইচটি বলছে, যৌনতা থেকে মানুষকে দূরে থাকতে বলা নতুন বিষয় নয়। এক্ষেত্রে হস্তমৈথুন, সেক্স টয়’র ব্যবহার, ফোন বা অনলাইন সেক্সই নিরাপদ মনে করা হচ্ছে।
বাড়ির বাইরে যৌন মিলনের সঙ্গীর ক্ষেত্রে সতর্ক হতে হবে। সঙ্গীর করোনাভাইরাস পরীক্ষা করা উচিত। এছাড়া তার পরিবারের কেউ করোনা পজিটিভ কিনা তা জানতে হবে।
সংস্থাটি আরো বলছে, শরীরে কোনো রকম সমস্যা বোধ বা ভালো না লাগলে শারীরিক সম্পর্ক এড়িয়ে চলুন। সঙ্গীর শরীরে সামান্যতম উপসর্গ দেখা দিলে আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
সংস্থাটির পরামর্শ, শারীরিক সম্পর্কের আগে ও পরে ২০ সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। সেই সঙ্গে ঘনিষ্ট সময় মাস্ক পরার পাশাপাশি চুম্বন পরিহার করতে হবে। এমনকি যৌন সঙ্গীরা যেনো মুখোমুখি না হন সেক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে। এছাড়া সচেতনতার অংশ হিসেবে কনডম ব্যবহার করা যেতে পারে।
টিএইচটির মেডিকেল ডিরেক্টর মাইবেল ব্র্যাডি বলেন, সেক্স জীবনের খুবই গুরুত্বপূ্র্ণ অংশ। মানুষকে যৌনতা এড়িয়ে চলতে বলা বাস্তবধর্মী সিদ্ধান্ত নয়। তবে শারীরিক ঘনিষ্ঠতা এড়িয়ে চলা মহামারি করোনাভাইরাস থেকে মুক্ত থাকার ভালো উপায়।