নিউজ ডেস্ক:
নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে এবার হাত মেলালেন ভারতের খড়গপুর আইআইটির একদল মেধাবী পড়ুয়া৷ চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্দেশে এক নতুন প্রযুক্তি আবিষ্কার করলেন তারা৷ এই নতুন প্রযুক্তির মাধ্যমে একটি মেশিন তৈরি করেন তারা৷ যার সাহায্যে বাড়ির আশেপাশের পরিবেশ আপনি সহজেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন৷
ভারতের খড়গপুর আইআইটির ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র ছাত্রীরা এই বিশেষ মনিটরটি তৈরি করেন৷ যে অঞ্চলে নির্দিষ্ট মাত্রার তুলনায় আবর্জনার পরিমাণ অত্যাধিক হয়ে যাবে তখনই এই মনিটরটি থেকে রেড অ্যালার্ট আসবে৷
এই মনিটরটিতে রয়েছে একটি বিশেষ সেন্সর৷ ২৯স্কোয়ার ফুট এলাকা জুড়ে বসানো হবে এই বিশেষ মনিটরগুলি৷ এক একটি মনিটর বসাতে খরচ হবে প্রায় ৫হাজার টাকা৷ নির্দিষ্ট মাত্রার তুলনায় বর্জ্যপদার্থের পরিমাণ অত্যাধিক হয়ে গেলেই প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে ই-মেইল চলে যাবে৷ একইসঙ্গে আরও একটি মে-ল যাবে যারা এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বে রয়েছেন তাদের কাছে৷
প্রসঙ্গত, এই সমস্ত মেশিনগুলি সেখানেই বসানো হবে যেখানের পরিবেশ পরিচ্ছন্নতার বিশেষ প্রয়োজন রয়েছে৷ পরিবেশে নির্দিষ্ট মাত্রার তুলনায় বর্জ্যপদার্থের পরিমাণ বেশি হলেই তা মনিটরে সঙ্গে সঙ্গে জানান দেবে৷ এই বিশেষ মনিটরটি পরিবেশে অ্যামোনিয়া, সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হলেই এই মেশিনটি থেকে লাল সংকেত দেওয়া হবে৷
এই বিশেষ মেশিনটি অনলাইনে স্টেক হোল্ডারদেরকেও বার্তা পাঠাতে সক্ষম৷ এই সমস্ত মনিটরগুলি টয়লেট, হাসপাতাল, পার্ক এবং রেলওয়ে স্টেশনগুলিতে বসানো হবে৷ এমনকি বিমানবন্দরেও পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য এই বিশেষ মনিটরগুলি বসানো হবে ৷