বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পরিবেশ না থাকলে নির্বাচন বয়কট করব

কোটচাঁদপুর উপজেলা পরিষদ নির্বাচন : বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
নিউজ ডেস্ক:১৪ অক্টোবর অনুষ্ঠেয় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের নির্বাচনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় না রাখলে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ থাকবে না বলে জানিয়েছেন বিএনপির প্রার্থী আব্দুর রাজ্জাক। গতকাল বুধবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রাজ্জাক লিখিত বক্তব্যে এ কথা বলেন।
আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল একের পর এক নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে তাঁর ভোটার, সমর্থক ও এজেন্টদের সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি-ধামকি দিলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। বহুবার রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত দিয়েছি, পুলিশকে জানিয়েছি। কিন্তু ফলাফল শূন্য।’
বিএনপির প্রার্থী আব্দুর রাজ্জাক বলেন, ‘এ পরিবেশে নির্বাচনী মাঠে টিকে থাকা অসাধ্য হয়ে পড়েছে। ধানের শীষের বিজয় সুনিশ্চিত ভেবে আওয়ামী লীগের কর্মীরা গত মঙ্গলবার রাতে নিজেরা কোটচাঁদপুর মুক্তিযোদ্ধা অফিসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে পৌর বিএনপির অফিস ভাঙচুর করেছে। মিথ্যা নাটক সাজিয়ে মামলা দিয়ে আমার প্রধান নির্বাচনী এজেন্ট কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাহ উদ্দীন বুলবুল সিডলকে গ্রেপ্তার করেছে। বোমা হামলা মামলায় বিএনপির নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে নির্বাচনী মাঠছাড়া করা হয়েছে। তুচ্ছ অজুহাতে আওয়ামী লীগ কোটচাঁদপুর উপজেলা পরিষদের নির্বাচনী পরিবেশকে অশান্ত করে তুলেছে।’ তিনি প্রশ্ন তুলে বলেন, এটা কি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের নমুনা?
লিখিত বক্তব্যে বিএনপির প্রার্থী বলেন, আওয়ামী লীগ ও প্রশাসনের এ নোংরা চক্রান্ত অব্যাহত থাকলে বিএনপির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হবে। সাংবাদিক সম্মেলনে ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. মশিয়ূর রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা জয়ন্ত কুমার কু-ু, সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular