পরিচয় মিলেছে ভ্যান চালকের।

0
1

বায়েজীদ পলাশবাড়ী  গাইবান্ধা:

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার একটি ধানখেত থেকে ব্যাটারী চালিত তিন চাকার ভ্যান চালক আলেপ উদ্দিনের (৫৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ অক্টোবর শুক্রবার সকালের দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের বুড়িরঘর নামকস্থান থেকে এ ভ্যান চালক এর মরদেহ উদ্ধার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। মরদেহ উদ্ধারের পর দ্রুত সময়ের মধ্যে থানা পুলিশের প্রচেষ্টায় নিহতে নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়।

স্থানীয়রা জানায়, বুড়িরঘর বৌলেরপাড়া নামক এলাকার গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে পাশের ধানখেতে মরদেহটি পরে থাকতে দেখা যায়।  চালক আলেপ উদ্দিনের (৫৫)এর মরদেহ উদ্ধার করে।  তিনি গাইবান্ধা সদর উপজেলার পিয়ারাপুর গ্রামের এসোব উদ্দিন ও আছিরন বেগম এর পুত্র ।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেছে। বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি আমাকে সাড়ে ছয়টার দিকে অপরিচিত এক ব্যক্তি ফোন করে জানায়। পরে পুলিশে ফোন দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করেন। পারিবারিক সূত্রে জানা যায়,প্রতিদিনের ন্যায় ভ্যান নিয়ে বাড়ীতে বের হয়ে আর বাড়ীতে ফেরেনি, পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পলাশবাড়ী থানার অফিসার ইনর্চাজ জুলফিকার আলী ভুট্রো জানান- ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান নিহতে পরিবার পক্ষে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলমান রয়েছে।