বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পরমাণু হামলার জবাব পরমাণু বোমা দিয়ে দেওয়া হবে: উত্তর কোরিয়া !

নিউজ ডেস্ক:

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করে একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এ নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে পাল্টা-পাল্টি হুমকি।
আর তারই জের ধরে ফের যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে উত্তর কোরিয়ার। কিমের দেশ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি দেশের বিরুদ্ধে হামলার দুঃসাহস দেখায় তবে সর্বাত্মক যুদ্ধ শুরু হবে। পরমাণু হামলার জবাব পরমাণু বোমা দিয়ে দেওয়া হবে।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে হুঁশিয়ারিতে বলা হয়েছে, মার্কিন হামলার জবাব সর্বাত্মক যুদ্ধের মাধ্যমে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র পরমাণু হামলা করলে পরমাণু বোমা দিয়ে তার জবাব দেওয়া হবে। প্রসঙ্গত, এর আগে উত্তর কোরিয়ার সমস্যার মোকাবেলা করা হবে বলে সাংবাদিকদের অবহিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার এই বক্তব্যের পরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার হুমকি দেয় উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র আগ্রাসন চালালে দক্ষিণ কোরিয়া এবং জাপানের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করবে পিয়ংইয়ং। এ ছাড়া, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদেও হামলা করা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular