বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পরমাণু অস্ত্র নিষিদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ !

নিউজ ডেস্ক:

বিশ্বব্যাপী পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার জন্য কড়া পদক্ষেপ নিতে চায় জাতিসংঘ। সেই উদ্যোগ বাস্তবায়নের জন্য তিন সপ্তাহ ধরে আলোচনায় বসেছিল প্রায় ১৪১টিরও বেশি দেশ। সেখানে অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, সুইডেন সহ বিশ্বের ১৪১টি দেশ পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে বলে জানা গেছে।

কিন্তু বিশ্বের প্রধান পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলি এই নিষেধাজ্ঞার আগাগোড়া বিরোধিতা করে আসছে। যদিও সেই প্রধান পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলির বিরোধিতাকে পাত্তা না দিয়েই জাতিসংঘের ১৪১টি সদস্যরাষ্ট্র অক্টোবর মাসে আইনগতভাবে পরমাণু অস্ত্র নিষিদ্ধ চুক্তির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধের পক্ষের সমর্থকদের দাবি, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি ও ওয়াশিংটনের নতুন হঠকারী প্রশাসনের কারণে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে পরমাণু বিপর্যয়ের বিপদ বেড়ে গেছে। এখনই ব্যবস্থা না নিলে যেকোনো দিন বড় কোনো ঘটনা ঘটে যেতে পারে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular