পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু।

0
32

বিপ্লব আহমেদ

আজ ত্রিশ ৩০ শে মে ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার।বাংলাদেশ রেলওয়ের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু যার বিস্তারিত তারিখ নিম্নে নির্ণয় করা হলো।

ঈদ যাত্রা টিকিট শুরু
দুই (০২) ই জুন পাওয়া যাবে ১২ তারিখের টিকিট
তিন (০৩) ই জুন পাওয়া যাবে তেরো তারিখের টিকিট
চার (০৪) ই জুন পাওয়া যাবে
১৪ তারিখের টিকিট
পাঁচ (০৫) ই জুন পাওয়া যাবে ১৫ তারিখের টিকিট
ছয় (০৬) ই জুন পাওয়া যাবে ১৬ তারিখের টিকিট।

ঈদ পরবর্তী যাত্রা টিকিট

দশ (১০) ই জুন পাওয়া যাবে ২০ তারিখের টিকিট
এগারো (১১) ই জুন পাওয়া যাবে ২১ তারিখের টিকিট
বারো (১২) ই জুন পাওয়া যাবে ২২ তারিখের টিকিট
তেরো (১৩) ই জুন পাওয়া যাবে ২৩ তারিখের টিকিট
চৌদ্দ (১৪) ই জুন পাওয়া যাবে ২৪ তারিখের টিকিট।
বিঃদ্রঃ বরাবরের ন্যায় আবারও দুই ভাগে টিকিট বিক্রি করা হবে।

সকাল আটটা থেকে দুই (০২) টা পর্যন্ত বিক্রি হবে বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের টিকিট।
এবং দুপুর দুই (০২) টা থেকে বিক্রি শুরু হবে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের টিকিট সমূহ।