নিউজ ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু কোনো রঙিন স্বপ্ন নয়, এখন দৃশ্যমান বাস্তবতা।
শনিবার সকালে পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর পর তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতুর ৩৯, ৪০ ও ৪২ নম্বর পিলারের কাজও খুব দ্রুতগতিতে এগিয়ে চলছে। শিগগিরই ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর স্প্যান বসানো হবে বলেও তিনি জানান।
৬.১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। আগামী বছরের ডিসেম্বরে এই সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।