সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ৩৭৫ জন আনসার সদস্যকে কারাগারে পাঠায়। কোন আনসার সদস্যকে জামিন দেননি আদালত।
আদালত থেকে বের হয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন আইনজীবী মোরশেদ।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক বলেন, এদিন সচিবালয় থেকে আটক আনসার সদস্যদের আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তবে কাউকে রিমান্ডের আদেশ দেননি আদালত।
রোববার রাতে সচিবালয়ে ছাত্রদের ওপর হামলার ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ, রমনা ও পল্টন থানার মামলা হয়। হামলায় ৬০ জনের বেশি সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত হাসনাত আব্দুল্লাহসহ ৫ জন ঢাকা মেডিকেলে ভর্তি। এ ঘটনায় আহত আরও ৬ সেনাসদস্য।