রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

নোয়াখালীতে উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি, এখনো শত শত পরিবার পানিবন্দি

নোয়াখালীতে গত কয়েকদিন তেমন বৃষ্টি না হওয়ায় পানি ধীর গতিতে নামলেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়িতে শত শত পরিবার এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন। ফলে হাট-বাজারে ব্যবসা-বাণিজ্য ও নিত্য প্রয়োজনে যেতে হলে একমাত্র ভিঙ্গি নৌকাই তাদের সম্বল।

রোববার দুপুরে সরেজমিনে গেলে বেগমগঞ্জের বেশ কিছু এলাকায় এমন চিত্র দেখা যায়।

এবারের বন্যায় জেলার ৮টি উপজেলার ৮৭টি ইউনিয়ন ও পৌরসভা কবলিত হয়। এর মধ্যে সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ সদর কবিরহাট এর কিছু নিচু এলাকায় এখনও অনেকে পানিবন্দি। সেসব এলাকার কিছু মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে রয়েছেন। অপর দুই উপজেলা কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর পুরোপুরি বন্যা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে।

এসব এলাকার মানুষ খাল-ভরাট হয়ে যাওয়া, যথাসময়ে পরিষ্কার না করা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular