রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

নোবেল প্রাপ্তি, বুঝতে সময় লেগেছিল :‌ ডিলান

নিউজ ডেস্ক:

আর নোবেল কমিটিকে বিব্রত করলেন না বব ডিলান। পুরস্কার গ্রহণ করে পাঠানো বিবৃতিতে ডিলান বলেছেন, ‘‌আমি সারা পৃথিবীতে হাজার হাজার কনসার্ট করেছি। কয়েক ডজন রেকর্ড আমার ঝুলিতে। কিন্তু আমি যা করেছি তার মূলে রয়েছে আমার গান। তাই নোবেল প্রাপ্তির আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না।’‌

গান লিখে, গান করে যে তিনি কোনো দিন নোবেল পুরস্কার পাবেন তা স্বপ্নেও ভাবেননি। শনিবার নোবেল প্রাপকদের বার্ষিক নৈশভোজে ডিলানের বার্তা পড়ে শোনান সুইডেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। তাতে ডিলান বলেছেন, আগে ভাবতাম গান লিখে নোবেল পেলে আমি চাঁদে দাঁড়িয়ে রয়েছি বলে মনে করব।

তার কথায়, ‘‌নোবেল প্রাপ্তির খবর শুনলাম আমি রাস্তায় দাঁড়িয়ে। বেশ কিছুক্ষণ লেগেছিলে বুঝতে।’‌

এই নিয়ে সমালোচকদের সেই প্রশ্নটার উত্তরও দিয়েছেন ঠারেঠোরে। তার গান, সাহিত্য কিনা। এই নিয়ে শেক্সপিয়ারের কথা বলছেন ডিলান। শেক্সপিয়ার নাটক লেখার সময় ভাবতেন দর্শকদের কথা। কীভাবে তা মঞ্চস্থ করা হবে। কোনো এক সময় তিনিও ‘‌তার নাটক সাহিত্য কিনা?‌’‌ তার উত্তর খুঁজতেন। দীর্ঘ চিঠিতে ডিলান জানিয়েছেন, নোবেল পুরস্কার পাওয়ার পর সেই উত্তর তিনি পেয়ে গেছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular