শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

নোবিপ্রবিতে শিক্ষা প্রশাসন বিভাগের প্রথম ব্যাচের বিদায় সংবর্ধনা

আব্দুল বাসেদ(নোয়াখালী)
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষা প্রশাসন বিভাগের প্রথম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক তাঁর বক্তব্যে বলেন, তোমরা যখন উচ্চ শিক্ষা অর্জনের জন্য দেশের বাহিরে যাবে তখন তোমরাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। মনে রাখবে সফল মানুষ হওয়ার চেয়ে সার্থক মানুষ হওয়াটা বেশী জরুরী। এমন কাজ করে যেতে হবে যেন তোমাদের দ্বারা নোবিপ্রবির সুনাম, দেশের সুনাম অক্ষুণ্ণ থাকে। যেখানেই যাওনা কেন নোবিপ্রবি এলামনাই হিসেবে ডিপার্টমেন্টের জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য অবদান রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি।

শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জি এম রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন  বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন। নোবিপ্রবি শিক্ষার্থী মোঃ নাফিজ ফুয়াদ ও দেবলীনা মহন্ত রুপকথার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার।

অনুষ্ঠানে নোবিপ্রবি শিক্ষা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular