নিউজ ডেস্ক:
ইতিমধ্যেই সোশ্যাল সাইটে রাশিয়া এবং মার্কিন প্রেসিডেন্টের ছবি ভাইরাল হয়ে গেছে। এই ঐতিহাসিক মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলতে এক নতুন উদ্যোগ নিল রাশিয়া এবং ইতালির একটি সংস্থা। পুতিন এবং ট্রাম্পের মুখের এক পাশের ছবি দিয়ে তৈরি করল একটি ফোনের ব্যাককভার। সোনা এবং টাইটেনিয়ামের কভারের উপরে এই ছবি খোদাই করে বিক্রি করা হচ্ছে নোকিয়া ৩৩১০। হ্যামবার্গে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের একটি অন্যতম প্রতীক এখন নোকিয়া ৩৩১০।
একটি আন্তর্জাতিক ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এই ছবিটিতে দুই রাষ্ট্রপ্রধানই একদিকেই তাকিয়ে আছে। যেটি থেকে উঠে আসছে একটি প্রশ্ন- মার্কিন এবং রাশিয়ার সম্পর্ক কি তবে কিছুটা উন্নতির দিকে? সেটি নিয়ে উঠছে প্রশ্ন।
এখন এই ফোনটিই জি-২০ সম্মেলনের অন্যতম আকর্ষণ। ২০টি আইফোন এবং নোকিয়া ৩৩১০-এ এই ছবিটি আপাতত ভাইরাল। লিমিটেড অফারের জন্য পাওয়া যাচ্ছে এই ফোনটি। এই ফোনটির দাম শুরু হচ্ছে ২,৫০০ ডলার থেকে যার বাংলাদেশি মূল্য প্রায় ২ লক্ষ টাকা।