বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নেহালপুর প্রতিবন্ধী ভিক্ষুকের গচ্ছিত ৪০ হাজার টাকা চুরি

চুয়াডাঙ্গার দর্শনা থানার নেহালপুর গ্রামে এক প্রতিবন্ধী ভিক্ষুকের নিজ বাড়িতে জমানো ৪০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। ভিক্ষা করে জমানো টাকা চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে ভিক্ষুক আকবার আলী।

চুরি যাওয়া টাকা উদ্ধারে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। জানা গেছে, নেহালপুর গ্রামের পান্তা পাড়ার মৃত বাবুর আলীর ছেলে আকবার আলী (৬০) প্রতিবন্ধী। তিনি ভিক্ষা করে জীবিকা নির্ভর করেন। গত শুক্রবার তিনি অন্য দিনের মতো গ্রামে ভিক্ষা করতে যান।

সন্ধ্যায় বাড়িতে এসে দেখেন তার ঘরের বাক্স ভেঙে কে বা কারা তার দীর্ঘদিন ধরে গচ্ছিত ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। প্রতিবেশীদের পরামর্শে বিষয়টি পুলিশকে অবহিত করতে চাইলে আত্মীয়-স্বজনরা বাধা দেন। তারা আশ্বাস দেন দ্রুত তার চুরি হওয়া টাকা উদ্ধার করে দিবেন। কিন্তু ৫ দিন পার হলেও তার টাকা উদ্ধার না হওয়ায় তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular