রান তাড়ায় নেমে ৬৫ বল মোকাবিলায় ৫ চার ও ৪ ছক্কায় ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ওপেনার জাওয়াদ আবরার। এছাড়া ৭১ বলে ৩ ছক্কা ও ২ চারের মারে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক মোহাম্মদ আজিজুল হাকিম তামিম। আগের ম্যাচে তিনি ১০৩ রান করেছিলেন। তবে এদিন ব্যর্থ ছিলেন কালাম সিদ্দিকি আলিন, মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন। তিন জনই রানের খাতা খুলতে ব্যর্থ হন।
৮ রান খরচায় ২ উইকেট নিয়ে নেপালের পক্ষে সফল বোলার যুবরাজ খাত্রি।
লাল সবুজদের পক্ষে সমান ২টি করে উইকেট শিকার করেন আল ফাহাদ, মোহাম্মদ ইকবাল হাসান ইমন ও রিজান হোসেন।
এদিকে এর আগে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছিলো টাইগার যুবারা। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে নিশ্চিত হয়েছে আসরের সেমিফাইনাল। এদিকে একই গ্রুপ থেকে পরপর দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লঙ্কানরাও। আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।