নিউজ ডেস্ক:
অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখ-সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে প্রবাসে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
গত ৮ মে ওয়াশিংটন ডিসিতে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে ড. সিদ্দিকুর রহমান এই আহবান জানিয়েছেন। অনুষ্ঠানের আয়োজক ছিল মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও মেট্রো ওয়াশিংটন আওয়ামী মহিলা লীগ।
সিদ্দিকুর রহমান আরও বলেন, একাত্তরের চেতনায় সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হয়ে দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র শক্ত হাতে প্রতিহত করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শিব্বীর আহমেদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন দলের সাধারণ সম্পাদক এম নবী বাকী। সভায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আযাদ, কার্যকরী কমিটির সদস্যা শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নুরুজ্জামান সর্দার, সহ-সভাপতি দুরুদ মিয়া রনেল, যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া, মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগ সভাপতি রবিউল ইসলাম রাজু, মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হোসেন শীকদার, সাধারণ সম্পাদক খিজির আহমেদ টিটু, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ সহ-সভাপতি আনোয়ার হোসাইন, সহ-সভাপতি নুরল আমিন নুরু, জিয়াউদ্দীন খান, আযম আজাদ, নুরুন নাহার মেরী, কামাল হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গফুর আহমেদ প্রমুখ ।
ড. সিদ্দিকুর রহমান বলেন, গত ৮ বছরে দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, অবকাঠামোগত উন্নয়ন, বৈদেশিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। ২০২১ সালের আগেই আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করব।
সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ আবদুস সামাদ আযাদ ওয়াশিংটনে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে মত-বিনিময় করেন। এসময় তিনি যুক্তরাষ্ট্রের প্রতিটি স্টেটে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে কাজ করবেন বলে জানান।