মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫

নেইমার কিংবা লওতারোকে কিনতে পারেনি বার্সা !

নিউজ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। দীর্ঘদিন লিগ বন্ধ থাকায় অর্থের অভাবে ফুটবল ক্লাবগুলো। আর তাই ব্রাজিল তারকা নেইমার কিংবা আর্জেন্টাইন তারকা লওতারো মার্টিনেজকে দলে ভেড়াতে পারেনি বার্সেলোনা।

ইউরোপ তো বটেই, বিশ্বের অন্যতম ধনী ক্লাব বার্সেলোনাও এখন অর্থ সংকটে ভুগছে। বিষয়টি স্বীকার করেছেন বার্সা সভাপতি জোসেপ মারিও বার্তামেউ। স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গেল গ্রীষ্মে ওকে (নেইমার) দলে টানার জন্য সর্বোচ্চ চেষ্টাই আমরা করেছি। কিন্তু পিএসজি ওকে বিক্রি করতে চায়না। এই মৌসুমে আমরা ওকে নেয়ার চেষ্টাও করছিনা। কারণ সেই পরিমান টাকাও আমাদের কাছে নেই এই মূহুর্তে।

আরেকজন ফুটবলারের দিকে তাকিয়ে ছিল বার্সেলোনা। পুরো মৌসুম জুড়েই গুঞ্জন চলছিল, ইন্টার মিলান ছেড়ে কাতালান শিবিরে যোগ দিচ্ছেন লওতারো মার্টিনেজ। আর্জেন্টাইন এই তারকাকে জুটি বাঁধতে দেখা যাবে লিওনেল মেসির সঙ্গে, এই আশায় বুক বেঁধে ছিল সবাই। তবে টাকার অভাবে তাকেও কেনা হচ্ছেনা বার্সেলোনার।

বার্তামেউ বলেন, গেল কয়েক সপ্তাহ ধরেই মার্টিনেজের ব্যাপারে ইন্টার মিলানের সঙ্গে আলাপ করেছি আমরা। তবে এখন সেই আলোচনাও স্থগিত রেখেছি দু’পক্ষই। এখনকার পরিস্থিতিতে বড় কোন ট্রান্সফার করবো না আমরা।

মার্চ থেকে জুন, যে কয়েকমাস বন্ধ ছিল লা লিগা তাতেই নাকি প্রায় ২০০ মিলিয়ন ইউরো ক্ষতি হয়েছে বার্সেলোনার। ক্ষতি পুষিয়ে তুলতে অন্তত এক বছর লাগবে বলে জানিয়েছেন বার্সা সভাপতি। আর তাইতো এই মৌসুমে বার্সেলোনায় বড় সড় দলবদল হচ্ছেনা সেটি পরিষ্কার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular