বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নেইমারের বন্ধু হওয়ার প্রয়োজন নেই কাভানির !

নিউজ ডেস্ক:

বার্সা ছেড়ে পিএসজিতে প্রাণভোমরা হয়ে পাড়ি দিয়েছেন নেইমার। তার চমকও দেখছে পিএসজি।
কিন্তু একটা বিতর্ক যেন পিছু ছাড়ছে না ব্রাজিলীয় ফরোয়ার্ডকে। বিতর্কের শুরু পেনাল্টি শট কে নেবেন এ নিয়ে। কাভানি না নেইমার!

তবে ওই ইস্যুতে নেইমারের সঙ্গে মতভেদের পর এডিনসন কাভানি আবারও জানালেন, ব্রাজিলীয় ফরোয়ার্ডের প্রতি কোনো ক্ষোভ নেই তার। তবে লক্ষ্য অর্জনে একে অপরের বন্ধু হওয়ার দরকার নেই বলে মনে করেন উরুগুয়ের স্ট্রাইকার।

গত মাসে লীগ ওয়ানে লিওঁর বিপক্ষে স্পটকিক নেয়াকে কেন্দ্র করে তার সঙ্গে বিরোধ হয় কাভানির। পরে দুই খেলোয়াড়ের মধ্যে ঝামেলা মেটাতে হস্তক্ষেপ করেন কোচ উনাই এমেরি। জানিয়ে দেন, পালাক্রমে পেনাল্টি নেবেন তারা।

এরপরও আক্রমণভাগের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েন রয়ে গেছে বলে গুঞ্জন পিএসজির সমর্থকদের মধ্যে।

কাভানি জানালেন, তাদের ড্রেসিংরুমে কোনো সমস্যা নেই।
‘এটা এখন অতীত। ফুটবলে এমনই হয়। আমাদের অবশ্যই একসঙ্গে সমাধান খুঁজে বের করতে এবং একটা দল হিসেবে কাজ করতে হবে। আমাদের প্রতিদ্বন্দ্বিতামূলক দল হওয়া দরকার। এর জন্য আমাদের বন্ধু হওয়ার প্রয়োজন নেই।

Similar Articles

Advertismentspot_img

Most Popular