বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নেইমারের জায়গা নিতে মুখিয়ে আছেন হ্যাজার্ড !

নিউজ ডেস্ক:

অনেক নাটকীয়তার পর অবশেষে বার্সা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) চলেই গেলেন নেইমার। সেই সাথে ফরোয়ার্ড লাইনে মেসি-সুয়ারেযের পাশে দেখা দিয়েছে শূন্যতা। আর সেই শূন্যতা পূরণেই মুখিয়ে আছেন চেলসি তারকা এডেন হ্যাজার্ড। এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম ডন ব্যালন।

এদিকে হ্যাজার্ডের প্রতি আগ্রহ দেখিয়েছে রিয়াল মাদ্রিদও। তবে নেইমারের বিদায় নিশ্চিত হওয়ার পর বদলে গেছে হ্যাজার্ডের মন। এ ব্যাপারে ডন ব্যালন জানিয়েছে, হ্যাজার্ড রিয়ালকে বিশ্বাসঘাতকতা করবেন। তবে রিয়ালও হ্যাজার্ডকে পেতে খুব একটা মরিয়া নয়। সব হিসাব মিলে গেলে তাই ন্যু ক্যাম্পেই আসতে পারেন বেলজিয়ামের সেরা তারকা।

প্রসঙ্গত, নেইমারের জায়গা পূরণ করতে লিভারপুল তারকা ফিলিপ কৌতিনহো আর পিএসজি উইঙ্গার ডি মারিয়ার দিকেও নজর আছে বার্সার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular