নিউজ ডেস্ক:
অনেক নাটকের পর অবশেষে বৃহস্পতিবার চুক্তির বিশ্ব রেকর্ড গড়ে বার্সেলোনা থেকে পিএসজিতে নাম লিখিয়েছেন নেইমার। বিশ্বকে কাঁপিয়ে দেওয়া ২২২ মিলিয়ন ইউরোর এই চুক্তির পর টুইটার, ফেসবুকে ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
তবে অভিনন্দনের সেই জোয়ার থেকে একটি অভিনন্দন বার্তা হয়তো বিশেষভাবে দৃষ্টি কেড়ে থাকবে নেইমারের। সেই অভিনন্দন বার্তাটি যে পাঠিয়েছেন ফুটবলের রাজা পেলে। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ায় নেইমারকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পেলে।
তিন বারের বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেলে বরাবরেই নেইমারের গুণমুগ্ধ। সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষি। নেইমার যখন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলতেন নেইমার, তখন পেলেই প্রথম উত্তরসূরিকে পরামর্শ দেন ব্রাজিল ছেড়ে ইউরোপে পাড়ি জমানোর জন্য। যুক্তি হিসেবে পেলে নেইমারকে এটাও বুঝিয়েছিলেন, বিশ্বসেরা খেলোয়াড় হতে হলে তাকে অবশ্যই ইউরোপে যেতে হবে। তার সেই পরামর্শ মেনে ২০১৩ সালে যখন সান্তোস ছেড়ে বার্সেলোনায় ঠিকানা গড়লেন নেইমার, সবার আগে অভিনন্দন জানিয়েছিলেন পেলে।
এবার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পরও উত্তরসূরিকে অভিনন্দন জানাতে কার্পণ্য করলেন না ৭৬ বছর বয়সী পেলে। টুইটারে অভিনন্দন জানিয়ে পেলে লিখেছেন, অভিনন্দন নেইমার। নতুন চ্যালেঞ্জের জন্য তোমার প্রতি শুভকামনা রইল। প্যারিস খুবই সুন্দর শহর। আমার কাছে বিশ্বের অন্যতম প্রিয় শহর। আশা করি সেখানে তোমার সময়টা ভালোই কাটবে।