বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নেইমারকে আটকাতে এবার বার্সার অস্ত্র মেসি-সুয়ারেজ !

নিউজ ডেস্ক:

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে আছেন বার্সেলোনা তারকা নেইমার। এই চুক্তি সম্পন্ন হলে ভেঙে যাবে বার্সেলোনার আক্রমণত্রয়ী এমএসএন জুটি। আর তাই নেইমারকে ন্যু ক্যাম্পে রাখতে মরিয়া কাতালানরা। এবার মেসি সুয়ারেজ অস্ত্র ব্যবহার করছে তারা।

জানা গেছে, নেইমারকে ক্লাব না ছাড়ার অনুরোধ করেছেন মেসি। এমনকি পিএসজির প্রস্তাব ফিরিয়ে দিতে নেইমারের সঙ্গে কথা বলেছেন জেরার্ড পিকে ও লুইস সুয়ারেজও।

২০১৪ সালে থেকে বার্সেলোনার আক্রমণভাগ সামলাচ্ছেন মেসি, সুয়ারেজ ও নেইমার। এই তিন তারকা ফুটবলার মিলে অসংখ্যবার ফাঁকি দিয়েছেন প্রতিপক্ষের রক্ষণভাগ। এ কারণে তাদের বোঝাপড়াটাও বেশ ভালো। কিন্তু বার্সা ছেড়ে পিএসজিতে চলে গেলে এই তিন তারকাকে আর দেখা যাবে না এক জার্সিতে। সতীর্থকে থামাতে তাই পদক্ষেপ নিয়েছেন মেসি-সুয়ারেজ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular