রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে : চালকের করুণ মৃত্যু

নিউজ ডেস্ক:রাক্টর ট্রলি নিয়ে বালি আনতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে প্রাণ হারালেন সজিব (২৫) নামের এক যুবক। নিহত সজিব মেহেরপুর জেলার গাংনী থানাধীন কসবা গ্রামের আব্দুল মজিদের মেজো ছেলে। জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে কসবা গ্রামের রফিক মিয়ার ইটভাটায় বালি পরিবহনের জন্য ভাটার ট্রাক্টর নিয়ে স্বরসতীর মাঠে বালি আনতে যায় সজিব। গ্রামের মেঠো পথ ধরে সিংহাটির হারদা বিল সংলগ্ন উঁচু কালভার্টে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে উল্টে পড়ে ট্রাক্টরসহ ট্রলি। কর্দমাক্ত জলাশয়ে ছিটকে গিয়ে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় চালক সজিব। অপরদিকে ট্রলিতে বসে থাকা দুটি বাচ্চাসহ লেবাররা অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। খবর পেয়ে কসবা ক্যাম্প ইনচার্জ এসআই শাহাবুদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সহযোগীতায় লাশ উদ্ধার করে। নিহত সজিব ৪ মাস আগে কাতার থেকে দেশে ফিরে আসে এবং মাস দুয়েক আগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন হাপানীয়া গ্রামে বিয়ে করে। নিজে ট্রাক্টর কিনবে বলে সে ড্রাইভিং শিখছিল বলে গ্রামবাসী জানায়। পরে তার লাশ বাড়িতে পৌঁছালে পরিবার পরিজন ও স্বজনের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। বাদ আসর গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular