ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের ভোগাইল বগাদির একটি কেন্দ্রে ভোটকেন্দ্রের পাশে বিশৃংখলা সৃষ্টির অপরাধে ওই গ্রামের আনারুল ইসলামের ছেলে সুজন হোসেনকে (২৬) বিনাশ্রমে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৫ দিনের কারাদন্ড দেওয়া হয়েছে। এই একই অপরাধে চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে রিপনকে (৩১) আদেশ অমান্য করা ও ভোটের মাঠে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। একই ইউনিয়নের নির্বাচনের অন্যায়ের প্রভাব প্রয়োগের ক্ষেত্রে পৃথকভাবে ১৭১-চ ধারায় ৪ জনকে চারটি মামলা ও চারদিনের বিনাশ্রমের কারাদন্ড প্রদান করা হয়েছে।
এই চারজন হলেন- হাপানিয়া গ্রামের খাজমত আলির ছেলে কায়েম আলি (৬২) একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে আতিউল্লাহ (৬২), ঈশারুদ্দিন বিশ^াসের ছেলে আজিবর রহমান (৫৫), হারেজ উদ্দিনের ছেলে মুনতাজ আলি (৫৫)। আবার একই ধারার অপরাধে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে একজনকে মামলা ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নে ৬ জনকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় পৃথক করে ৬টি মামলা আরও ১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই ধারার অপরাধে বেগমপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের মৃত রবজেল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম আব্দুল্লাহকে (৪৯) সাত দিনের বিনাশ্রমের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তার কাছ থেকে নগদ ২১ হাজার ৯৫০ টাকা জব্দ করা হয়েছে। তিনি ভোটারদের প্রভাবিত করতে মোটরসাইকেল প্রতীকের পক্ষে টাকা বিতরণ করছিলেন বলে অভিযোগ ওঠে। এছাড়া পদ্মবিলা ইউনিয়নে এক জনকে ভোটের মাঠে সড়ক পরিবহন আইন অমান্য করায় ২০১৮ এর ১৬৬ ধারায় মামলা ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর পৌর এলাকার মধ্যে একজনকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় মামলা ও ৫০০ টাকা জরিমানা করেছে। কুতুবপুর ইউনিয়নে এক জনকে দন্ডবিধি ২০১৬ এর ৩১ (২) ধারায় ২ হাজার টাকা জরিমানা করেছে। আলমডাঙ্গায় উপজেলার জেহালা ইউনিয়নের দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এক জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সদরের আলুকদিয়ায় ইউনিয়নের পৃথক ভাবে তিন জনকে ১৭১ এর চ ধারায় মামলা ও মোট ১ হাজার ১০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চুয়াডাঙ্গা অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট কবীর হোসেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।