নির্বাচনকে অস্থিতিশীল করতেই জাতীয় ঐক্যফ্রন্টের সৃষ্টি : মেনন

0
23

নিউজ ডেস্ক:

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচন নয় বরং আসন্ন জাতীয় নির্বাচনকে অস্থিতিশীল ও প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন সম্পর্কে মানুষের আস্থা ও বিশ্বাস নষ্ট করতেই জাতীয় ঐক্যফ্রন্ট তৈরী করা হয়েছে।’

আজ বিকেলে রাজধানীর মৌচাক মোড়ে ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত গণসংযোগ কর্মসূচি উদ্বোধনকালে সমাজকল্যাণ মন্ত্রী একথা বলেন। গণসংযোগ শুরুর পূর্বে একাত্তরের মার্চের প্রথম শহীদ ফারুক ইকবালের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে রাশেদ খান মেনন বলেন, ‘বিএনপি-জামায়াত জানে তারা নির্বাচনে জনগণের সমর্থন পাবে না। তাই ওই নির্বাচনের ফলাফল নিয়ে যাতে প্রশ্ন সৃষ্টি হয় এবং তা নিয়ে দেশে অশান্তি জিইয়ে রাখা যায় তার জন্য তারা মাঠ গরম রাখতে চাচ্ছে। এসকল চক্রান্ত প্রতিরোধ করে নির্বাচনকে নির্বিঘœ ও নির্বাচনে সুস্পষ্ট জনরায় নিয়ে আসতে আওয়ামী লীগ ও ১৪ দলের সকল নেতা-কর্মীদের কাজ করতে হবে।’

গণসংযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার, সাবেক কমিশনার ও দক্ষিণ আওয়ামী লীগের যুবক্রীড়া সম্পাদক সেকেন্দার আলী, উপ-প্রচার সম্পাদক শুভ্র, শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিত হাওলাদার, ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এনায়েত ও সাধারণ সম্পাদক তুহিন, আবুজর গিফারী কলেজ ছাত্রলীগ,স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস।