বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

নির্জন দ্বীপে শ্রদ্ধাকে চান ভুবনেশ্বর !

নিউজ ডেস্ক:

গত মৌসুমেও আইপিএল-এ জ্বলে উঠেছিলেন ভুবনেশ্বর কুমার। ২৩টি উইকেট শিকার করে পার্পেল ক্যাপ উঠেছিল তার মাথায়। চ্যাম্পিয়ন হয়েছিল তার সানরাইজার্স হায়দরাবাদ।

এবারও দুর্দান্ত ফর্মে রয়েছেন ভুবি। ইতিমধ্যেই ১৫টি উইকেট নিয়ে পার্পেল ক্যাপ মাথায় তুলেছেন তিনি। তার টিম এখন লিগ তালিকায় দু’নম্বরে। ভুবনেশ্বরের পারফরম্যান্সে মোহিত সবাই। বরাবরই শান্ত স্বভাবের তিনি।

ভুবির জীবনে কোন নারীর কথা এখনও শোনা যায়নি। তবে ভুবি মনে মনে পছন্দ করেন শ্রদ্ধা কাপুরকেই। বলিউডের এই মিষ্টি নায়িকাতেই মজেছেন তিনি।

সম্প্রতি বিসিসিআই-এর একটি অনুষ্ঠানে ভুবির থেকে তিনজন মানুষের নাম জানতে চাওয়া হয়েছিল। যাদের সঙ্গে নির্জন দ্বীপে সময় কাটাতে চান তিনি। ভুবি রবি শাস্ত্রী, মহেন্দ্র সিং ধোনির সঙ্গেই ‘আশিকি’র নায়িকার কথাই বলেছেন। তাহলে মনে মনে কি ভুবি শ্রদ্ধার প্রেমেই হাবুডুবু খাচ্ছেন!

Similar Articles

Advertismentspot_img

Most Popular