বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

নিজের চুল নিজেই খেতেন যে তরুণী !

নিউজ ডেস্ক:

ভারতের দিল্লির এক তরুণী রাপুঞ্জল সিন্ড্রোমে আক্রান্ত হয়েছিলেন। রোগের নাম ‘ট্রিকোফেজিয়া’।
চিকিৎসকরা জানিয়েছেন, কয়েক বছর ধরে নিজের চুল খাচ্ছিলেন ওই তরুণী। শুধু তাই নয়, চুল খেতেন বলেই ওই তরুণী অন্য কিছু খেতে পারতেন না।

তরুণীকে অস্ত্রোপচারকারী চিকিৎসক ভরত কামাথ জানান, তরুণীর পাকস্থলী জড়িয়ে ছিল ১০৩ সেন্টিমিটার দৈর্ঘ্যবিশিষ্ট এক গোছা চুল।

২০ বছর বয়সী ওই তরুণীর বেশ কিছুদিন ধরেই ওজন কমছিল। কিন্তু তার পেট ক্রমাগত ফুলে যাচ্ছিল। শেষ পর্যন্ত ওজন কমতে কমতে তিরিশ কেজি হয়ে যাওয়ার পর তার চিকিৎসা শুরু হয়। সেই সময় তরুণীর গায়ের রংও হলুদ হয়ে যায়। শেষ পর্যন্ত মুম্বাইয়ের হাসপাতালে অস্ত্রোপচারের পর তার পেটের ভেতরে ৭৫০ গ্রাম চুলের গোছা পান চিকিৎসকরা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular