বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নিজেকে বহিরাগত মনে করেন কৃতি!

নিউজ ডেস্ক:

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।  ২০১৪ সালে ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে এই অভিনেত্রীর।  এতে টাইগার শ্রফের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি।
তারপর রোহিত শেঠি পরিচালিত তারকাবহুল ‘দিলওয়ালে’ সিনেমায় দেখা যায় এই অভিনেত্রীকে।  এ সিনেমায় শাহরুখ খান, কাজল, বরুণ ধাওয়ান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন।

‘দিলওয়ালে’ সিনেমার মতো তারকাবহুল চলচ্চিত্রে অভিনয় করেও বলিউড ইন্ডাস্ট্রিতে নিজেকে এখনো বহিরাগত মনে করেন কৃতি।  ভারতীয় সংবাদমাধ্যমকে এ কথা বলেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে কৃতি শ্যানন বলেন, ‘আপনি সিনেমা করলে, আপনাকে অনেক মানুষ চিনবে, আপনিও অনেক মানুষকে চিনবেন। তাহলে আপনি পার্টি  কিংবা সামাজিক অনুষ্ঠানে গিয়ে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আমি নিজেকে এখনো এসবের কিছুটা বাইরের মনে করি। কারণ আমি কোনো পার্টিতে নিজেকে সম্পূর্ণরূপে হাজির করতে পারি না তাই স্বাচ্ছন্দ্য বোধ করি না। বিষয়টি আমাকে বহিরাগতর মতো ব্যথা দেয়।’

কৃতি বর্তমানে ‘রাবতা’ ও ‘বরেলি কি বরফি’ শিরোনামের দুটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘রাবতা’ সিনেমায় সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন তিনি। ‘বরেলি কি বরফি’ সিনেমায় আয়ুষমান খুরানার সঙ্গে দেখা যাবে কৃতিকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular