নিউজ ডেস্ক:
নিউইয়র্কের ইস্ট রিভারে সম্প্রতি নৌ-ভ্রমণের আয়োজন করে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব। গতকাল শনিবার সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত চলে এ নৌ-ভ্রমণ।
এতে ক্লাবের সদস্যরা সপরিবারে এতে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রবাসের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিত্বকারিরাও সপরিবারে অংশ নেন এ নৌ-ভ্রমণে।
জাতিসংঘের চলতি ৭২তম অধিবেশনের সংবাদ কভার করতে বাংলাদেশের কয়েকজন সাংবাদিক এখন আমেরিকায় অবস্থান করছেন। তারাও এ নৌ-ভ্রমণে অংশ নেন।
নিউইয়র্কের ইস্ট রিভারে ভাসমান জাহাজটি পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে। একদিকে চারপাশের মনোরম দৃশ্য অবলোকন, আরেকদিকে ‘টেকসই উন্নয়নে ডিজিটাল বাংলাদেশের ভূমিকা’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন সবাই। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রেসিডেন্ট ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার। ভ্রমণের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করেছিল প্রবাসের প্রিয়শিল্পী শাহ মাহবুব, প্রমিতা খান প্রমি এবং রায়ানের জনপ্রিয় কিছু গান।