যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্য বীমা সংস্থা ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান থম্পসনকে নিউ ইয়র্ক সিটির হিলটন হোটেলের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার সকালে এই ঘটনা ঘটে।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৫০ বছর বয়সী ব্রায়ান থম্পসন স্থানীয় সময় সকাল ৭টার কিছু আগে ম্যানহাটানের মিডটাউন এলাকায় ওই হোটেলে গুলিবিদ্ধ হন। সিএনবিসি জানিয়েছে, এ হামলায় সাইলেন্সার ব্যবহার করা হয়েছিল। হামলার পর, কালো মুখোশ পরিহিত এক ব্যক্তি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এ ঘটনায় একটি বড় ধরনের অভিযানের সূচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গুলির ঘটনা নিশ্চিত করে। এটি ম্যানহাটানের একটি ব্যস্ত এলাকা, যেখানে সাধারণত সকাল ৭টার দিকে গণপরিবহন ব্যবহারের জন্য লোকজনের ভিড় থাকে।
ইউনাইটেড হেলথ গ্রুপ, ইউনাইটেড হেলথ কেয়ার-এর মূল প্রতিষ্ঠান, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে ১০০.৮ বিলিয়ন ডলারের রাজস্ব অর্জন করেছে। কোম্পানির নিয়োগকর্তা এবং ব্যক্তিগত গ্রাহক মিলিয়ে প্রায় ৩০ মিলিয়ন গ্রাহক রয়েছে।