নিউজিল্যান্ডের সাগরপাড়ে আনন্দে মাতোয়ারা মাশরাফিরা!

0
46

নিউজ ডেস্ক:

সিরিজ শুরু হওয়ার বাকী আরও সাত দিন। এর আগে একটা প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা আছে।  তাই খেলার চাপে না ভুগে মাশরাফি-মুশফিকরা দল বেঁধে বেরিয়ে পড়লেন সাগর দেখতে। নিউজিল্যান্ডের উত্তরে বিখ্যাত রুয়াকাকা সৈকতে বাধভাঙা আনন্দে মেতেছিলেন টাইগাররা!

হৈ হুল্লোরে সঙ্গে সমানতালে চলছে ফেসবুকে ছবি আপলোড করা। এমনিতেই মুশফিক, তাসকিন, মুস্তাফিজ, সৌম্যরা ফেসবুকে বেশ অ্যাক্টিভ থাকেন। তারা কী করছেন, কোথায় যাচ্ছেন তা অনলাইনে গেলেই দেখতে পারেন তাদের ভক্তরা।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় সবাই মিলে ‘ম্যানিকুইন’ সেজে থাকার খেলা খেলছেন। অর্থাৎ কোনো বিশেষ একটি ভঙিমায় আপনাকে স্থির দাঁড়িয়ে থাকতে হবে। তবে ম্যানিকুইন চ্যালেঞ্জে কে জিতল আর কে হারল তা অবশ্য জানাননি মুশফিক। দরকারই বা কী জানানোর?

সম্ভবত সবচেয়ে মজা করে বেড়াচ্ছেন তাসকিন আহমেদ। তাইজুলের ‘চুলের যত্ন’ নেওয়া থেকে শুরু করে প্রতি মুহূর্তের ছবি/ভিডিও ভক্তদের জন্য আপলোড করছেন এই স্পিডস্টার। এমন ফুরফুরে মেজাজে কিছু সময় কাটানো দলের সবার মাঝে একাত্মতা আরও বাড়িয়ে দেয় তা বলাই বাহুল্য। সেই সঙ্গে নিউজিল্যান্ডে অপরিচিত আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপার তো আছেই।