নিউজ ডেস্ক:
নিউইয়র্ক সিটির ‘ফাইভ বরোজ কমিউনিটি লিডারস রিকোগনেশন ডে’তে সম্মাননা পেয়েছেন বাংলাদেশি মোহাম্মদ এন মজুমদার।
বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের সন্তান মোহাম্মদ এন মজুমদার সপরিবারে বাস করছেন নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে। প্রবাসে তিনি সুপরিচিত আইনজীবী ও সমাজকর্মী হিসেবে। তিনি ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। বর্তমানে মোহাম্মদ এন মজুমদার ল্যান্ড অ্যান্ড জোনিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সম্মাননা পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মোহাম্মদ এন মজুমদার বলেন, এ স্বীকৃতির মাধ্যমে আমাকে নয়, গোটা বাংলাদেশি কমিউিনিটিকেই সম্মানিত করা হল। এর ফলে আমি আরও উৎসাহ পাবো মানুষের পাশে দাঁড়াতে।
লস মারিভেলস ডেল এক্সোডো ইনক এবং দ্য ভারতী ফাউন্ডেশনের যৌথ আয়োজনে কমিউনিটি বোর্ড ৯ এর হল রুমে গত সোমবার এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। কমিউনিটি লিডারদের সম্মাননা প্রাপ্ত অন্যরা হলেন ৪৩ প্রেসিঙ্কট চেয়ারম্যান অরোরা এ কারিয়ন, ডিটেকটিভ এরিক হারনেনডেজ, বিসপ ন্যান্সি রোজারিও, বিসপ এঞ্জেলা রোজারিও, পুলিশ অফিসার ডেভিড লেপোর, পুলিশ অফিসার ম্যাক্স গঞ্জালেজ।