নিউইয়র্কে কবি শহীদ কাদরীর ৭৫তম জন্মদিন উৎসব ১৪ অাগস্ট !

0
30

নিউজ ডেস্ক:

বাংলা একাডেমি এবং একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরীর ৭৫তম জন্মদিন বিনম্র শ্রদ্ধা ও উৎসাহ উদ্দীপনার সাথে নিউইয়র্কে উদযাপন করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। জোটের অফিসিয়াল ফেসবুকে এ তথ্য জানানো হয়েছে।

এতে লেখা হয়েছে, বহু বছর ধরে কবি শহীদ কাদরীর জন্মদিন ১৪ অাগস্ট সন্ধ্যায় কবির সাথে অনানুষ্ঠানিক বিশেষ আড্ডায় মিলিত হওয়া একটা রেওয়াজে পরিণত হয়েছিল নিউ ইয়র্কের শিল্প-সাহিত্য-সংস্কৃতি কর্মীদের জন্য। সে ধারার বাইরে এবারই আমরা প্রথম এ দিনটি উদযাপন করবো, যেখানে কবি শহীদ কাদরী সশরীরে উপস্থিত না থাকলেও তার বিমূর্ত উপস্থিতির আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা। কবি শহীদ কাদরীর অনুরাগীদের স্বতোস্ফুর্ত উপস্থিতি অনুষ্ঠানস্থলকে যেন শহীদ কাদরীকে মৃত্যুঞ্জয় করে তোলে, সেটাই প্রত্যাশিত।

বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৭ স্ট্রিটে অবস্থিত জুইশ কমিউনিটি সেন্টারে কবির ৭৫তম জন্মদিনেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই জায়গায় কবির মহাপ্রয়ানের পর আয়োজিত হয়েছিলো এক অসাধারণ শ্রদ্ধাঞ্জলি ‘প্রনতি ও প্রতিধ্বনি’। এখানে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে জীবদ্দশায় কবি বহুবার যোগ দিয়েছেন। তার স্মৃতিঘেরা এই জুইশ সেন্টারে এসে অনেকেই স্মৃতিতাড়িত হবেন তাতে কোনো সন্দেহ নেই। ১৪ অাগস্ট সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত কবি শহীদ কাদরীময় এই অনুষ্ঠান দীর্ঘদিন মনে রাখার মতো কিছু হবে বলে আশা করছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার কর্মকর্তারা। অন্যান্যের ভেতর কবিপুত্র আদনান কাদরীও জন্মদিনের উৎসবে যোগ দেবেন বলে জানানো হয়েছে।