নিউইর্য়কে বিয়ের ছবি নিয়ে প্রদর্শনী !

0
51

নিউজ ডেস্ক:

জামাইকার স্টার হলে বিপুল সংখ্যক আলোকচিত্রমোদী দর্শকের উপস্থিতিতে উদ্বোধন হলো বিয়ের ছবি নিয়ে প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরন।

আলোকচিত্রী মামুন ওবাইদুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডা: সজল আশফাক, সাংবাদিক তারিকুল ইসলাম মাসুম, প্রবাসী চিকিৎসক ও মানবধিকারকর্মী ড. টমাস দুলু রয়, সিনিয়র ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী।

অতিথিগণ আককাস মাহমুদের ছবির ভূয়সী প্রশংসা করেন।

নিউইর্য়কে ওয়েডিং কালারসের আমেরিকা শাখার অফিসেরও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। অনুষ্ঠানে দুইটি ইভেন্টের বুকিংকের চুক্তি সম্পাদন করা হয়।