নারী সহকর্মীদের চুল কেটে দিলেন পুলিশ কর্মকর্তা !

0
26

নিউজ ডেস্ক:

কর্মক্ষেত্রে নারীরা কতটুকু নিরাপদ? প্রতিনিয়ত টিকে থাকার লড়াই করতে হয় পুরুষ সহকর্মীদের সাথে। তারপরও জুটে অপবাদ, লাঞ্চনা, যৌন নিপীড়নসহ নানা নির্যাতন। আর বেতন বৈষম্যের কথা তো সম্প্রতি যুক্তরাষ্ট্রের শ্রমবিভাগই বলল। তবে নির্যাতনের মাত্রা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা এ ঘটনাই সাক্ষ্য দিবে। সম্প্রতি নাইজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থা এফআরএসসি- এর এক জ্যেষ্ঠ কমান্ডার নিজ হাতে কাঁচি নিয়ে তার অধীনস্থ নারী কর্মকর্তাদের লম্বা চুল কেটে দিয়েছেন।

সোমবার ভোরে রিভারর্স স্টেটে পুলিশ সদস্যদের এক প্যারেড পরিদর্শনে গিয়ে অ্যান্ড্রিউ কুমাপাই নামের ওই কর্মকর্তা এই কাণ্ড ঘটিয়েছেন। নাইজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থায় কর্মরত নারী পুলিশ সদস্যদের জন্য চুল রাখার কিছু নিয়ম-কানুন আছে। তবে তারা লম্বা চুল রাখতে পারবে না সে কথা নিয়মের কোথাও উল্লেখ নেই।

সোমবার ভোরে প্যারেড পরিদর্শনে গিয়ে নিজের হাতে কাঁচি নিয়ে কয়েকজন নারী কর্মকর্তার চুল কেটে দেন কুমাপাই। পরে সেই চুল কাটার ছবি নাইজেরিয়ার সড়ক নিরাপত্তা সংস্থার ফেসবুকে পাতায় পোস্ট করা হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে সে ছবিগুলো অফিসিয়াল ফেসবুক পাতা থেকে সরিয়ে ফেলা হয়েছে।

সংস্থাটির একজন কর্মকর্তা জানিয়েছেন, জ্যেষ্ঠ কমান্ডার যে কাজটি করেছেন, তা সম্পূর্ণ নিয়মের বাইরে। এ ঘটনার সাথে জড়িত সব কর্মকর্তাকে ডাকা হয়েছে এবং ইতোমধ্যে একটি তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদ বুহারির মুখপাত্র লরেত্তা ওনেচি টুইটার বার্তায় এ ঘটনাকে নারীর প্রতি অবমাননাকর হিসেবে বর্ণনা করেছেন।

সূত্র: বিবিসি