বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নারীদের মধ্যে হার্ট অ্যাটাকের লক্ষণ !

নিউজ ডেস্ক:

নানা লক্ষণ বা উপসর্গ প্রকাশের মাধ্যমে হার্ট অ্যাটাকের প্রায় এক মাস আগে থেকেই শরীর সংকেত দিতে থাকে। নারী এবং পুরুষভেদে এই লক্ষণগুলো ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হয়।
হার্ট অ্যাটাকের আগে নারীদের মধ্যে যেসব লক্ষণগুলি দেখা দেয়-

পিঠ, ঘাড়, চোয়াল এবং বাহুতে ব্যথা ক্রমান্বয়ে বেড়ে উঠতে পারে, হতে পারে তীব্র, আকস্মিক বা বিরক্তিকর। এই ধরনের ব্যথার ফলে মধ্যরাতে ঘুম ভেঙ্গে যেতে পারে।

অনেক সময় নারীরা তলপেটে চাপ অনুভব করতে পারেন। যা পাকস্থলীতে তীব্র ব্যথায়ও রূপ নিতে পারে। ঠাণ্ডা ঘামও হার্ট অ্যাটাকের সংকেত দেয়।

কোনো কারণ ছাড়াই শ্বাসের কোনো সমস্যা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। একটু দৌড়ঝাঁপ করলেই বা সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই খুব কষ্ট হয়। আবার একটুও নড়াচড়া না করা সত্ত্বেও এমন অনুভূতি হতে পারে।

দীর্ঘ সময় বিশ্রামে থাকার পরও যদি আপনি ক্লান্ত অনুভব করেন এবং সহজ কোনো কাজ করতেও কষ্ট হয় তাহলে বুঝতে হবে আপনার হৃদপিণ্ডের স্বাস্থ্যের প্রতি এখনই আপনার নজর দেওয়া দরকার।

বুকে ব্যথা, অস্বস্তি বা বুকের চাপের অনুভূতি- এসব বিষয়ে এখনই সাবধান হওয়া দরকার। অনেক নারীর ক্ষেত্রে শুধু বুকের বাম দিকে নয় বরং পুরোটা জুড়েই ব্যথা হতে পারে। পুরুষদেরও হার্ট অ্যাটাকের আগে বুকে ব্যথা দেখা দেয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular