নারায়ণগঞ্জ নির্বাচনের ভোট গ্রহন শুরু !

0
48

নিউজ ডেস্ক:

শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের ভোট। সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নগরজুড়ে নেয়া হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা।

মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে নয় হাজার সদস্য। টহল দিচ্ছে ২২ প্লাটুন বিজিবি। প্রতিটি ওয়ার্ডে থাকবে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১৭৪টি কেন্দ্রের মধ্যে ১৩৭টি অতিগুরুত্বপূর্ণ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এসব কেন্দ্রে থাকবে বাড়তি নিরাপত্তা। এদিকে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।