নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জে ফতুল্লার তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ১৬ জনে।আজ শনিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা: পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে সকাল ১১টায় রাসেল আহমেদ (৩৪) নামে একজনের মৃত্যুর মাধ্যমে সে সংখ্যাটি ছিল ১২ জনে।পরে মারা যাওয়া চারজনের নাম রিফাত হোসেন (১৮), হুমায়ুন কবির (৪৩), কাঞ্চন মিয়া (৩০) ও নয়ন (২৭)।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাম্পের পুলিশ ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া জানিয়েছিলেন, আগে মারা যাওয়া ১২ জন হলেন- রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের হোসেন (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপরী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), ওই মসজিদের মোয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুনায়েদ (১৭), জামাল (৪০), জুবায়ের হাসেন (৭) ও রাসেল আহমেদ (৩৪)।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত পৌণে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় বিভিন্ন ধরনের গাড়ি দিয়ে দগ্ধ ৩৮ জনকে আনা হয় ঢাকার জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।