নিউজ ডেস্ক:
ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের ফতুল্লায় ট্রেনের ধাক্কায় পাথরবোঝাই ট্রাকের ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত শনিবার রাত সাড়ে ১১টায় ফতুল্লার শাহজাহান রোলিং মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার এসআই আরিফ হোসেন।
তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী ডেমু ট্রেন ফতুল্লার শাহজাহান রোলিং মিলের সামনে পৌঁছালে রেল ক্রসিং পারাপারের সময়ে পাথরবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, ট্রেন দেখেও দ্রুত ওই ট্রাকটি রেল ক্রসিং পারাপারের চেষ্টা করলেও এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রেনের ধাক্কায় ট্রাকটি কয়েক টুকরো হয়ে আশেপাশে ছিটকে পড়ে অন্তত ৫ জন আহত হয়।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাহমিনা নাজনীন জানান, রাতে ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় হাসপাতালে ৫ জনকে আনা হয়। এদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় জামাল ও মোশাররফকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।