নাভারনে হকারের পত্রিকাসহ সাইকেল চুরি

0
23
এবিএস রনি, শার্শা (যশোর) প্রতিনিধি।  যশোরের নাভারণ উলাশী থেকে পত্রিকা বিক্রেতা শাহাদত হোসেনের সাইকেল চুরি গিছে। এসময় তার বাইসাইকেলে বিক্রয়ের জন্য রাখা ৪৫০ কপি বিভিন্ন পত্রিকা ছিল। শুক্রবার জুম্মার নামাজ পড়ার জন্য উলাশী বাজার জামে মসজিদের পাশে সাইকেলটি রেখে সে নামাজ পড়তে যায়। নামাজ শেষ করে বাইরে এসে দেখে পত্রিকাসহ তার সাইকেলটি নেই।
পত্রিকা বিক্রেতা শাহাদত হোসেন জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার নাভারণ পত্রিকা এজেন্ট নজরুলের নিকট থেকে  পত্রিকা  নিয়ে  বিক্রয়ের উদ্দেশ্যে রওনা দেই। দুপুরে জুম্মার নামাজ পড়ার জন্য উলাশী বাজার জামে মসজিদের পাশে সাইকেলটি রেখে নামাজ পড়তে যাই। নামাজ শেষ করে বাইরে এসে  সাইকেল নেই। সাইকেলে প্রায় ৪৫০ কপি বিভিন্ন পত্রিকা ছিল।
সে নাভারণ পত্রিকা এজেন্ট নজরুলের নিকট থেকে পত্রিকা  কিনে উলাশী, জামতলা, হাড়ীখালী, কুচেমুড়া, মাটিকুমরা, বালুন্ডাসহ বিভিন্ন বাজারে সাইকেলে চড়ে পত্রিকা সরবরাহ করে জীবিকা নির্বাহ করে আসছে।তার সাইকেলটি চুরি যাওয়ায় সে দুশ্চিন্তার মধ্য পড়েছে।