বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেণীর ছাত্র/ছাত্রী অভিভাবকদের এক সমাবেশ বৃহস্পতিবার (২৮জুন) বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিনিয়র শিক্ষক মোঃ শামছুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান মোঃ এনামুল হক বাবুল, সাবেক অভিভাবক সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক, আব্দুল্লাহ ভূইঁয়া, এবি সিদ্দিক খসরু, ফরিদ উদ্দিন মেম্বার, মোঃ আবুল হাসেম, ডাঃ মোহাম্মদ আলী, মোঃ কামরুজ্জামান মানিক, সহ-প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম সিদ্দিকী, মোঃ হারিস উদ্দিন ভূইঁয়া প্রমুখ আলোচনায় অংশগ্রহন করেন। সভায় আসন্ন জেএসসি ও এস এস সি পরিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা সহ শ্রেনী কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া অভিভাকদের প্রতি তাদের সন্তানরা যাতে মোবাইল ফোন ব্যবহার না করে এবং নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে উক্ত বিষয়টি নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। বিদ্যালয়ের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ এনামুল হক বাবুল উপস্থিত সকল অভিভাবকদের হাত তুলে সন্তানদের হাতে যাতে মোবাইল ফোন দেয়া না হয় এর জন্য শপথ করান। সন্তানরা মাদকের সাথে জড়িত কি না এই বিষয়টি কঠোর ভাবে নজর রাখার আহবান জানান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular