নান্দাইল প্রেসক্লাবের বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত

0
9

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল প্রেসক্লাবের বার্ষিক শিক্ষা সফর ২০১৮ আনন্দগণ ও উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। শনিবার (১৭ই মার্চ) সকাল ৭ঘটিকার সময় নান্দাইল প্রেসক্লাবে দোয়া ও মোনাজাত শেষে পিকনিক উদেশ্যে যাত্রা শুরু করে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে সমাবেত হয়। নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুল হক ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বাবুলের সার্বিক পরিচালনায় বার্ষিক শিক্ষা সফর ‘১৮’ প্রেসক্লাবের সকল সাংবাদিক সহ প্রেসক্লাব সকল পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। এর পূর্বে বার্ষিক আনন্দ ভ্রমণ উপলক্ষে প্রেসক্লাবের যুগ্ম-সস্পাদক রফিকুল ইসলামকে আহবায়ক করে ৬ সদস্যের একটি পিকনিক কমিটি গঠন করা হয়।