বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নান্দাইলে ২৬ হাজার দরিদ্র উপকার ভোগীর মধ্যে খাদ্যবান্দব কর্মসূচী শুরু ॥

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সোমবার থেকে উপজেলার ১২ ইউনিয়নে ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্দব কর্মসূচী শুরু হয়েছে। কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, অফিসার ইনাচার্জ মো. কামরুল ইসলাম মিঞা ও ওসি এলএজডি মো. আলাউদ্দিন। ৪৮ জন ডিলারের মাধ্যমে ২৬ হাজার ৭ শত ৬ জন নির্ধারিত উপকারভোগী (কার্ডধারী) এর মাঝে প্রতিজন প্রতিমাসে ৩০ কেজি করে চাল আগামী নভেম্বর পর্যন্ত বিতরণ করা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার জানান প্রতিজন ডিলারের কর্মকান্ড তদারক করার জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। এছাড়া উপজেলা খাদ্য কমিটি ও প্রশাসন বর্তমান সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি নিবিড়ভাবে পর্যবেক্ষন করবে। কোন প্রকার অনিয়ম ও দূর্নীতি হলে মামলা সহ কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। সপ্তাহে প্রতি সোম, মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিলারের দোকান খোলা থাকবে এবং দোকানের সামনে ডিজিটাল ব্যানার লাগানো বাধ্যতামূলক।

Similar Articles

Advertismentspot_img

Most Popular