নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : নান্দাইল উপজেলায় স্মৃতিময় সংঘের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার ষোষপালা ফাজিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান মো. এমদাদুল হক ভূইঁয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা হাসান মাহমুদ জুয়েল, আচারগাঁও ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কাইয়ুম, ঘোষপালা মাদ্রাসার সভাপতি মো. খাইরুল ইসলাম, মাদ্রাসার প্রিন্সিপাল এনামুল হক, মো. খাইয়রুল ইসলাম মানিক, জসিম উদ্দিন, মো. নাজমুল হক মাসুম প্রমুখ। শিক্ষক মোঃ জসিম উদ্দিন ও মাসুম তালুকদারের ধারা ভাষ্যতায় ফাইনাল খেলায় স্মৃতিময় সংঘের সভাপতি ও ছাত্রলীগ নেতা মো. দিদার মাহমুদ হিরন মন্ডল রেফারীর দায়িত্ব পালন করেন। খেলায় ২-০ গোলে ডাংরি ভিআইপি দলকে পরাজিত করে মুশুলী একাদশ দল চ্যাম্পিয়ন হয়েছে। পরে চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান মো.এমদাদুল হক ভূইঁয়া ও মোয়াজ্জেম হোসেন ভূইয়া কাইয়ূম পরাজিত দলের হাতে রানার্সআপ ট্রফি ও বিজয়ী দল মুশুলী একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। খেলার সার্বিক পরিচালনায় ছিলেন, সংঘের সভাপতি হিরন, সম্পাদক বিপুল আকন্দ, শাহিন আহম্মেদ, নাদিম মাহমুদ, মিজানুর রহমান, রাকিবুল হক রুবেল, রনি, শরিফ, আশরাফুল প্রমুখ।